বাংলাদেশে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় স্কার্ট

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৯, ২০১৬, ১১:২৩ এএম

বাংলাদেশের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় স্কার্ট। এরইমধ্যে ভারতের চেন্নাইয়ে আঘাত হেনেছে ঘুর্ণিঝড়টি। ফলে গত ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছে রাজ্যটি। জারি করা হয়েছে বন্যা সতর্কতা।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরের নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, উত্তর শ্রীলংকা ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি সামান্য উত্তরদিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় নিুচাপে পরিণত হতে পারে।

এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে ঢাকা, সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক স্থানে অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সোনালীনিউজ/ঢাকা/আমা