দুর্নীতি করে পার পাওয়ার কোনো সুযোগ নেই: স্বাস্থ্য সচিব

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২০, ০৫:২৬ পিএম

ঢাকা: দুর্নীতি করে পার পাওয়ার কোনো সুযোগ নেই, যারাই দুর্নীতির সাথে জড়িত থাকুক, স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের ব্যাপারে শক্ত অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সাবেক মহাপরিচালকের গাড়িচালক এখনো কেন বরখাস্ত হচ্ছে না এ ব্যাপারে আজই জানতে চাওয়া হবে। করোনার দ্বিতীয় প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সে লক্ষ্যে হাসপাতাল, চিকিৎসক এবং নার্স সংক্রান্ত সব প্রস্তুতি নেয়া হয়েছে। এরইমধ্যে যারা বাংলাদেশে ট্রায়াল শুরু করতে চেয়েছে, তাদের কাছে আইসিডিডিআরবি’র মাধ্যমে চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছে।

ব্রিফিং এ আরও জানানো হয়, ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে একটি নীতিমালা করা হবে। যারা ফ্রন্টলাইনার এবং বয়োবৃদ্ধ, তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

সোনালীনিউজ/টিআই