বেতন-ভাতায় যাচ্ছে ১৫.৫২ শতাংশ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২, ২০১৬, ০৮:৫৬ পিএম

২০১৬-১৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতায় বরাদ্দ রাখা হয়েছে ৫২ হাজার ৮৭০ কোটি টাকা।যা মোট বাজেটের ১৫ দশমিক ৫২ শতাংশ।

বৃহস্পতিবার (২ জুন) বিকেল ৩টা ৪২ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে, স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে এ বাজেট প্রস্তাব উপস্থাপন করছেন অর্থমন্ত্রী  

৫২ হাজার ৮শ’ কোটি টাকার মধ্যে শুধুমাত্র অফিসারদের জন্য ৬ হাজার ৯১০ কোটি টাকার বরাদ্দ চেয়েছেন অর্থমন্ত্রী। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে ২২ হাজার ৯১ কোটি টাকা। সকলের ভাতা বাবদ বরাদ্দ চাওয়া হয়েছে ২৩ হাজার ৮৬৯ কোটি টাকা।

গত ২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত বাজেটে অফিসার, কর্মচারী ও তাদের বেতন-ভাতার জন্য বরাদ্দ ছিল ৪৪ হাজার কোটি টাকার বেশি। তবে ৩ বছরে এ খাতে বরাদ্দের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে বলে জানা গেছে। ৮ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের ফলে এ খাতে খরচ বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম