চিকিৎসা ফি নির্ধারণে নতুন আইন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৮, ২০১৬, ০৩:৩৪ পিএম

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের ফি হালনাগাদ করতে সরকার নতুন করে হালনাগাদ ও যুগোপযোগী আইন করতে যাচ্ছে বলে সংসদকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বুধবার (০৮ জুন) সকালে দশম জাতীয় সংসদের একাদশ অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্য নুরন্নবী চৌধুরীর টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে সংসদকে মন্ত্রী এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স-১৯৮২’ অনুযায়ী বেসরকারি পর্যায়ে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ আইনের তফসিলে বিশেষজ্ঞ চিকিৎসকদের মেডিকেল ফি, কানসালট্যাশন ফি নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী জানান, ওই অধ্যাদেশ হালনাগাদ ও যুগোপযোগী করে ‘বেসরকারি চিকিৎসা সেবা আইন-২০১৬’ এর খসড়া শিগগিরই চূড়ান্ত করে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। নতুন আইন হলে বেসরকারি পর্যায়ে চিকিৎসা সেবার ক্ষেত্রে ‘যুগোপযোগী ও হালনাগাদ ফি’ নির্ধারণ সম্ভব হবে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ