চক্ষু চিকিৎসা দেশব্যাপী সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৩, ২০১৬, ০৯:৫৩ পিএম

রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশব্যাপী চক্ষু চিকিৎসা সুবিধা সম্প্রসারণের জন্য অপথোলমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশকে (ওএসবি) পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

সৈয়দ মোদাচ্ছের আলীর নেতৃত্বে ওএসবি’র ৭ সদস্যের এক প্রতিনিধিদল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন একথা বলেন।

গরীব ও অসহায় মানুষ যাতে চক্ষু চিকিৎসা লাভ করে এজন্য দেশে চক্ষু শিবির পরিচালনার পরামর্শ দেন রাষ্ট্রপতি।

বৈঠকে ওএসবি’র কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয় এবং আগামী মাসে সংগঠনটির আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়।

রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/আকন