রেশন চান খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২২, ২০২১, ০৩:৩৯ পিএম

ঢাকা: খাদ্য অধিদপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের স্বল্পমূল্যে রেশন প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ। 

আরও পড়ুন<<>>প্রজাতন্ত্রের কর্মচারীরা হতাশ তবে হাল ছাড়েননি

এ দাবিতে মঙ্গলবার (২২ জুন) খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত আবেদন জানিয়েছে সরকারি কর্মচারীদের সংগঠনটি।

আরও পড়ুন<<>>সেনা-পুলিশের আদলে রেশন চান স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরতরা

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহবায়ক জিয়াউল হক স্বাক্ষরিত আবেদনে বলা হয়েছে, খাদ্য অধিদপ্তর বাংলাদেশ সরকারের একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। দুর্যোগকালীন জীবনের ঝুঁকি নিয়ে জনসাধারণের জানমাল রক্ষায় খাদ্য নিরাপত্তা সেবা দিয়ে থাকে। বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, কারা অধিদপ্তর, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ন্যায় খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিকট হতে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার নিমিত্তে তাদের জীবন মান বৃদ্ধির লক্ষ্যে স্বল্পমূল্যে রেশন প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। 

রেশন প্রদানের আবেদন।

আবেদনে এক সদস্য হতে সর্বোচ্চ ৪ সদস্য পর্যন্ত রেশনের একটি ছক তুলে ধরা হয়েছে।

সোনালীনিউজ/আইএ