নৌপথে চলছে ঈদযাত্রার প্রস্তুতি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৭, ২০১৬, ১০:৪৮ এএম

আর মাত্র কয়েকদিন পরেই ঈদ-উল-ফিতর। তাই ঈদে বাড়ি ফেরার দিন গণনা যেন শুরু হয়ে গেছে। চলছে যাত্রাপথেও নানা প্রস্তুতি। এই যেমন, বরিশাল-ঢাকা রুটে ঈদের চাপ সামলাতে এখনই নানা উদ্যোগ নিয়ে ব্যস্ত লঞ্চ মালিকরা।

লক্কর-ঝক্কর পুরনো লঞ্চে তাই লাগছে রঙের ছোয়া। আর টিকিট বিক্রিও শুরু হচ্ছে মধ্য রমজানে। এ সময়ে একেকটি টিকিট যেন হয়ে উঠে সোনার হরিণ। তাই আগে আসলে আগে পাবেন; এবারও টিকিট বিক্রিতে থাকছে এই প্রথা।

দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম লঞ্চ। তাই ঈদ এলেই লঞ্চে ভিড় বাড়ে যাত্রীদের।

এসময় লঞ্চের কেবিনের টিকিট হয়ে যায় সোনার হরিণ। তাইতো, যাত্রা টিকিট বুকিং দিতে আগেভাগেই কাউন্টারে ভিড় জমান যাত্রীরা।

আগে আসলে আগে পাবেন এই ভিত্তিতে, এবার ১৫ রমজান থেকে পাওয়া যাবে টিকিট। ফিরতি টিকিটও পাওয়া যাবে এসময়ই।

ঈদ সামনে রেখে চলছে পুরাতন লঞ্চ রং চং মেখে নতুন মোড়কে হাজির করার প্রস্তুতি। ঈদের আগেই এই কাজ শেষ করতে হবে। বরিশালের লঞ্চঘাটে তাই শ্রমিকদের এখন তুমুল ব্যস্ততা।

তবে, পুরাতন লঞ্চ নতুন করে ডেকোরেশনের করা হলেও, বিবেচনায় রাখা হচ্ছে যাত্রী নিরাপত্তার বিষয়টি; জানালেন এক লঞ্চ মালিক।

ঈদে যাত্রীদের নিরাপত্তায় সব ধরণের প্রস্তুতি নেয়ার কথা বললেন বন্দর কর্মকর্তা।

বরিশাল-ঢাকা নৌরুটে প্রতিদিন ১৮ টি লঞ্চ চলাচল করে। এবার ঈদে এর সাথে যোগ হবে আরও দুটি লঞ্চ।

সোনালীনিউজ/ঢাকা/এএম