দেশে তৈরি টিকা বঙ্গভ্যাক্স মানবদেহে পরীক্ষার অনুমতি

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১, ০৫:৪৭ পিএম
ফাইল ছবি

ঢাকা : দেশে তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন বঙ্গভ্যাক্সের মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। বঙ্গভ্যাক্স টিকার ট্রায়াল প্রাণিদেহে সফল হওয়ায় অনুমোদন দিয়েছে বিএমআরসি। 

মঙ্গলবার (২৩ নভেম্বর) বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ বিএমআরসি এই অনমোদন দেন। প্রতিষ্ঠানটির পরিচালক রুহুল আমিন মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তাদের (বঙ্গভ্যাক্স) দেয়া কাগজপত্র দেখে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দেয়া হয়েছে।

প্রাথমিক ফলাফলে এ টিকা ডেল্টা ভ্যারিয়েন্টসহ বিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের ১১টি ভেরিয়েন্টের বিরুদ্ধে শতভাগ কার্যকর বলে দাবি করেছে উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড।

বঙ্গভ্যাক্স টিকার অ্যানিমেল ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। বিএমআরসিতে ট্রায়ালের প্রতিবেদনও জমা দিয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ