ময়মনসিংহ ও কক্সবাজারে সড়কে ঝরল ৬ প্রাণ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২, ০৭:৫৯ পিএম

ঢাকা: দেশের দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ঝরল ৬ প্রাণ।শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর চায়না মোড় এলাকায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।এর আগে বিকেলে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।

ময়মনসিংহে নিহতরা হলেন- মো. ফজলুল হক বাবু মিয়া (২৪), সোহরাব উদ্দিনের ইয়াসিন (১৮) ও রিপন (৩০)।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, মোটরসাইকেলে তিন জন শম্ভুগঞ্জ থেকে ত্রিশাল যাচ্ছিল। পথিমধ্যে চায়না মোড় এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহতাবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।

ওসি আরও বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ মর্গে রাখা আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অন্যদিকে কক্সবাজারে নিহতদের একজন ওই অটোরিকশার চালক জিসান। বাকি দুজনের পরিচয় এখনো জানা যায়নি।

কক্সবাজারের ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেছেন, ‘সিএনজিচালিত অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়েছিল। ঘটনাস্থল থেকে তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।’

তিনি জানান, পূরবী নামের একটি বাস চট্টগ্রাম থেকে কক্সবাজারে আসছিল। বিপরীত দিক থেকে যাচ্ছিল অটোরিকশাটি। দুর্ঘটনার পর পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসও উদ্ধার অভিযানে অংশ নেয়।

সোনালীনিউজ/আইএ