ঢাকা: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম পে-স্কেল নিয়ে জাতীয় বেতন কমিশন সম্প্রতি গুরুত্বপূর্ণ এবং রুদ্ধদ্বার বৈঠক করেছে। জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে দীর্ঘ আলোচনায় নতুন বেতন কাঠামো নিয়ে বেশ কিছু প্রাথমিক সিদ্ধান্ত ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে দিকনির্দেশনা পাওয়া গেছে।
সূত্র জানায়, বৈঠকে কমিশনের প্রস্তুত করা খসড়া প্রতিবেদন বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। আলোচনার সময় কিছু বিষয়ে সংশোধন ও পরিমার্জনের প্রয়োজন দেখা দেওয়ায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার আগে আরও অন্তত তিনটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৈঠকে নবম পে-স্কেল বাস্তবায়নের সামগ্রিক প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, এই প্রক্রিয়া তিনটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে জাতীয় বেতন কমিশন তাদের সুপারিশ চূড়ান্ত করে প্রতিবেদন জমা দেবে। এরপর দ্বিতীয় ধাপে বিষয়টি সচিব কমিটির সভায় উপস্থাপন করা হবে। সেখানে অনুমোদন মিললে তৃতীয় ধাপে উপদেষ্টা পরিষদের বৈঠকে এটি উত্থাপন করা হবে। সবশেষে চূড়ান্ত অনুমোদনের পর নতুন পে-স্কেল সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে।
বৈঠকে কমিশনের সদস্য ড. মোহাম্মদ আলী খান, মো. ফজলুল করিম, মো. মোসলেম উদ্দীন, সদস্য সচিব মো. ফরহাদ সিদ্দিকসহ খণ্ডকালীন সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে চলতি বছরের জুলাই মাসে অন্তর্বর্তী সরকার জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হলেও সরকারি কর্মচারী সংগঠনগুলো চলতি ডিসেম্বরের মাঝামাঝির মধ্যেই নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি জানিয়ে আসছে।
পিএস