যৌথ গোয়েন্দা তৎপরতা চালাবে ইতালি-জাপান

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৪, ২০১৬, ১০:০৭ পিএম

ঢাকায় সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে কূটনৈতিক ও গোয়েন্দা তৎপরতা সমন্বয় করে কর্মকাণ্ড চালাবে ইতালি ও জাপান। এ বিষয়ে টেলিফোনে কথা বলেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেনতিলিনি ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমো কিসিদার। এ সময় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, ৪ঠা জুলাই সকালেই ইতালির পররাষ্ট্রমন্ত্রী জাপানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন। টেলিফোনে তারা ১লা জুলাই ঢাকায় হলি আর্টিজান রেস্তরাঁয় ভয়াবহ হামলা নিয়ে আলোচনা করেন। ওই হামলায় ইতালির ৯ ও জাপানের ৭ জন নাগরিক নিহত হন।

এ নিয়ে টেলিফোন আলাপে তারা সিদ্ধান্ত নেন ঢাকায় উদ্ভূত পরিস্থিতিতে ইতালি ও জাপান সমন্বিত কূটনৈতিক ও গোয়েন্দা তৎপরতা চালাবে। এছাড়া তারা জি-৭  দেশগুলোর মধ্যে যৌথ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে সহযোগিতা আরো শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সোনালীনিউজ/ঢাকা/আকন