পদ্মা সেতু উদ্বোধন ঘোষণার অপেক্ষায় গোটা দেশ

  • মুন্সিগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৫, ২০২২, ১০:৫৪ এএম
পদ্মা সেতু। ফাইল ছবি

মুন্সিগঞ্জ : আর মাত্র কয়েক মুহূর্ত। এরপরই খুলে দেওয়া হবে বহু প্রতীক্ষার পদ্মা সেতু। সেতুটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যেই পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে মুন্সিগঞ্জের মাওয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে শনিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মাওয়ার উদ্দেশে রওনা হন তিনি।

পদ্মা সেতুর উদ্বোধনের সাক্ষী হতে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ শুনতে গতকাল শুক্রবার (২৪ জুন) রাত থেকে জাজিরার নাওডোবা ও শিবচরের কাঠালবাড়িতে মানুষ আসতে শুরু করেছেন।

দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলা ছাড়াও বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন। এদিকে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেতু উদ্বোধনের দিন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেজন্য কঠোর নিরাপত্তা বলয়ে ঢেকে দেয়া হয়েছে পদ্মা সেতুর দুই পার।

সমাবেশস্থলে পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী, স্পেশাল সিকিউরিটি ফোর্সসহ (এসএসফ) অন্যান্য বাহিনীর সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকেও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

সোনালীনিউজ/এমটিআই