গণহত্যার স্বীকৃতি পেতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী 

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৬, ২০২৩, ০৩:৪৯ পিএম

ঢাকা: ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি পেতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে, এখন চেষ্টা আছে বাকি পলাতকদের বিচারের মুখোমুখি করার। রোববার (২৬ মার্চ) সকালে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রাজারবাগ পুলিশ লাইন্সে মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী আরও বলেন, ‘মার্চের প্রত্যেকটা দিনকেই আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে পালন করে থাকি। স্বাধীনতা দিবস ও তার আগে ২৫ মার্চ। ২৫ মার্চ কাল রাতকে গণহত্যা দিবস হিসেবে আমরা পালন করে আসছি।’ 

মন্ত্রী বলেন, ‘আমরা সারা বিশ্বের কাছে আজকে গণহত্যা দিবস হিসেবে পরিচিতি লাভের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এজন্য বিভিন্ন ব্যক্তি, রাষ্ট্র কিংবা সংস্থার কাছেও আমরা লিখিতভাবে জানিয়েছি। আশা করছি, গণহত্যার স্বীকৃতি আমরা অবশ্যই একদিন না একদিন পাবো।’

সোনালীনিউজ/এআর