ঢাকা: বৈষম্যমূলকভাবে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের অন্তর্ভুক্ত বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সাময়িক বরখাস্তের প্রতিবাদে ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে রোববার পূর্ণদিবস কর্মবিরতি পালন করবে ২৫ ক্যাডাররা।
এ উপলক্ষ্যে রাজধানীর খামারবাড়িতে রোববার (২ মার্চ) সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন করবেন। তাদের এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছে ২৫ ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সংগঠন ‘বৈষম্যবিরোধী অবসরপ্রাপ্ত ২৫ ক্যাডার সমন্বয় পরিষদ’। তারা দেশের সকল বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে রোববার সকাল সাড়ে ১০ টা হতে সাড়ে ১১টা পর্যন্ত কর্মরত কর্মকর্তাদের সাথে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, ২৫ ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে গঠিত হয়েছে ‘বৈষম্যবিরোধী অবসরপ্রাপ্ত ২৫ ক্যাডার সমন্বয় পরিষদ’। শুক্রবার রাতে কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (কেআইবি) এ পরিষদের আত্মপ্রকাশের সময় বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডার ব্যতীত বিভিন্ন ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
[245021]
নবগঠিত পরিষদের সমন্বয়ক কৃষিবিদ আহমেদ আলী চৌধুরী ইকবাল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানান।
পরিষদের আত্মপ্রকাশের পর শনিবার কেআইবি’তে তাদের একটি সভা অনুষ্ঠিত হয়। প্রফেসর মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে উক্ত সভায় আলোচকরা জনপ্রশাসনের কাঙ্ক্ষিত সংস্কারের জন্য অন্তর্বতী সরকারকে সহযোগিতার জন্য আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।
পাশাপাশি, রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাঙ্ক্ষিত সংস্কারের পরিবর্তে প্রশাসন ক্যাডারকে অধিক সুবিধা প্রদানের সুপারিশ সম্বলিত জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্টকে পক্ষপাতদুষ্ট হিসেবে ক্ষোভ প্রকাশ করা হয়।
এছাড়া, প্রশাসন ক্যাডারের বিভিন্ন সদস্য কর্তৃক জনপ্রশাসন মন্ত্রণলায়ে বিশৃঙ্খলা, সমাবেশ করে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যানকে আল্টিমেটাম দেওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য ২৫ ক্যাডারের সদস্যদেরকে অশ্রাব্য ভাষায় আক্রমণের পরও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় নিন্দা প্রকাশ করা হয়। এসময় বিভিন্ন পর্যায়ের বঞ্চিত কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডার বাদে অন্যান্য ক্যাডারের সাথে যে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানানো হয়। এই বৈষম্য দূরীকরণে দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানানো হয়।
পাশাপাশি, বৈষম্যমূলকভাবে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের অন্তর্ভুক্ত বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সাময়িক বরখাস্তের প্রতিবাদে ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে রোববার পূর্ণদিবস কর্মবিরতির সাথেও একাত্মতা প্রকাশ করা হয়। এই দাবিতে ‘বৈষম্যবিরোধী অবসরপ্রাপ্ত ২৫ ক্যাডার সমন্বয় পরিষদ’ খামারবাড়িতে রোববার সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন করবেন এবং সারাদেশে অবস্থানরত ২৫ ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণকে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে রোবাবর সকাল সাড়ে ১০ টা হতে সাড়ে ১১টা পর্যন্ত সময়ে কর্মরত কর্মকর্তাদের সাথে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসআই/আইএ