সাভারে পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ১২:০৯ পিএম
ছবি : সংগৃহীত

সাভার: সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাভারসহ এর আশপাশের ফায়ার স্টেশনের মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল সোয়া ৯ টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

তিনি বলেন, মঙ্গলবার (১১ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে পাওয়ার গ্রিডে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, আগুনের খবর পেয়ে দ্রুত সাভার ও এর আশপাশের ফায়ার স্টেশনের মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু  করে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।

এসআই