যেভাবে ভারতে পালাল হাদিকে গুলি করা ২ শুটার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৯:৩৩ পিএম
ফাইল ছবি

ঢাকা: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে রিকশায় চলন্ত অবস্থায় গুলি করে পালিয়ে যাওয়া দুইজন ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন। রোববার (১৪ ডিসেম্বর) যমুনা টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো চিফ হোসাইন শাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

হোসাইন শাহিদ জানান, দুই শুটার-ফয়সাল ও আলমগীর-শুক্রবারই ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যান। ঘটনার পর তারা মিরপুর থেকে আশুলিয়া, পরে গাজীপুর হয়ে ময়মনসিংহে প্রবেশ করেন এবং একটি প্রাইভেট কারে অবস্থান পরিবর্তন করেন।

ময়মনসিংহে এসে তারা পুনরায় প্রাইভেট কার পরিবর্তন করে উপজেলার ধারাবাজার পেট্রোল পাম্পে পৌঁছান। স্থানীয় একজন তাদের মোটরসাইকেলযোগে ভুটিয়াপাড়া সীমান্ত পর্যন্ত নিয়ে যান। স্থানীয় ওই ব্যক্তিকে এখনও আটক করতে পারেনি পুলিশ। তবে সীমান্ত এলাকায় অবস্থান করা অন্য দুইজনকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে এবং তাদের কাছ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। সীমান্ত পার হয়ে ভারত পৌঁছানোর পর তাদের একজন গ্রহণ করে নিয়ে যায়।

পুলিশের এ তথ্য অনুযায়ী, ঘটনার তদন্ত এখনও চলছে এবং সীমান্ত পার হওয়া আসামিদের অবস্থান নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এসএইচ