নির্বাচনের আগে দুর্নীতি দূর করব : বাণিজ্য উপদেষ্টা

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ০৭:৪৯ পিএম

ঢাকা : বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দুর্নীতি দূর করব। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে সচিবালয়ে তিনি এই কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের এক বছরের চেষ্টায় বাজার সিন্ডিকেটমুক্ত হয়েছে। 

রিজার্ভ বৃদ্ধিসহ গেল এক বছরে অনেক অর্জন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচনের আগে দুর্নীতি দূর করবো।

শেখ বশিরউদ্দীন আরও বলেন, আগামী নির্বাচনের আগে চাকরির জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো, জ্বালানি সংকট দূর করার মধ্যমর্তী ধাপে উত্তীর্ণ হতে পারবে।

পিএস