শহীদ পরিবারের প্রতিবাদ, আইন উপদেষ্টার পদত্যাগ দাবি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০২:৪২ পিএম

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারানো ইমাম হাসান তায়িমসহ সব হত্যা মামলায় অভিযুক্তদের জামিনে মুক্তি দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছেন শহীদ পরিবারের স্বজনরা। একই সঙ্গে এসব ঘটনার নেপথ্যে দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে না পারার দায়ে সরকারের আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন তারা।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্বজন ও সহযোদ্ধারা। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে তারা দাঁড়িয়ে ন্যায়বিচারের দাবিতে স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, “বিচারের নামে প্রহসন চলছে। অন্তর্বর্তী সরকার কথায় কথায় ন্যায়বিচারের কথা বললেও বাস্তবে শহীদ হত্যাকারীদের রক্ষা করছে। এক বছর পেরিয়ে গেলেও মামলাগুলোতে কোনো অগ্রগতি নেই, উল্টো আসামিরা জামিনে বেরিয়ে আবারো প্রভাব বিস্তার করছে।”

শহীদ পরিবারের সদস্যরা বলেন, আদালতের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে। তারা দাবি করেন, এ ধরনের ‘অবিচারমূলক জামিন প্রদানের সঙ্গে জড়িত বিচারকদের অপসারণ করতে হবে’ এবং ‘আইন উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে’।

মানববন্ধন শেষে শহীদ পরিবারের স্বজনরা বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হন। সচিবালয়ের সামনের সড়ক অবরোধ করে তারা স্লোগান দেন এবং ঘোষণা করেন—“আইন উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত রাজপথ ছাড়ব না।”

তাদের মতে, এই আন্দোলন কেবল শহীদ পরিবারের দাবি নয়; এটি পুরো জাতির দাবি। ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে সরকারের প্রতি আস্থাও টিকবে না বলে তারা সতর্ক করে দেন।

ওএফ