যুক্তরাষ্ট্র থেকে ফিরলেন আরও ৩০ বাংলাদেশি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ০২:২২ পিএম

ঢাকা : অবৈধভাবে বসবাস করায় যুক্তরাষ্ট্র থেকে এবার ফিরতে হলে আরও ৩০ বাংলাদেশিকে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় এই বাংলাদেশিরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। 

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এই ৩০ জন বাংলাদেশিকে নাগরিকদের ফেরত পাঠানো হয়েছে। এই নিয়ে এ পর্যন্ত তিন ধাপে মোট ১৮৭ জন যুক্তরাষ্ট্র প্রবাসী দেশে ফিরে এসেছেন।

যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসা কোনো বাংলাদেশিই গণমাধ্যমের সামনে কথা বলতে রাজি হননি।

পিএস