আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, উপদেষ্টাদের নয়, জাতি হিসেবে সেফ এক্সিটের প্রয়োজন রয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫’ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় এই মন্তব্য করেন তিনি।
ড. আসিফ নজরুল বলেন, গত ১৬ বছর ধরে আমরা একটি অসুস্থ, ভয়াবহ ও আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামোর মধ্যে আছি। এই কাঠামো থেকে জাতি হিসেবে একটি সেফ এক্সিট প্রয়োজন। এটা উপদেষ্টাদের জন্য নয়, সমগ্র জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য দরকার।
তিনি বলেন, বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ। গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও দুর্নীতির ঘটনা বারবার সামনে এসেছে।
মানবাধিকার সংক্রান্ত খসড়া আইনের বিষয়ে তিনি বলেন, ভালো আইন প্রণয়ন করলেই দেশ বদলে যাবে—এমন আশাবাদ আমি করি না। আমাদের দেশে আইন প্রণয়নের চেয়ে বড় সংকট হলো প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে ব্যর্থতা। সীমাবদ্ধতা এত বেশি যে আইন কার্যকর হওয়া কঠিন হয়ে পড়ে।
তিনি হিউম্যান রাইটস কমিশনকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, মানবাধিকার কমিশন কেবল নামেই নয়, বাস্তবে কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। এর পাশাপাশি উচ্চ আদালত এবং সংসদীয় কমিটিকেও আরও শক্ত ভিত্তিতে দাঁড় করাতে হবে।
প্রধান বিচারপতি নিয়োগ প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, রাষ্ট্রপতি কখনোই স্বাধীনভাবে প্রধান বিচারপতি নিয়োগ দেননি। সবসময় এটি প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন হিসেবেই হয়েছে।
এম