রংপুরের আলোচিত ইসলামি বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানকে ঘিরে ফের নতুন বিতর্ক তৈরি হয়েছে। তার স্ত্রী সাবিকুন নাহার সারাহ শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে স্বামীকে নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন।
সারাহ বলেন, আবু ত্বহা এখন একজন এয়ার হোস্টেসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। “তিনি আমার বিছানায় বসে প্রেম করেন এয়ার হোস্টেস নারীর সঙ্গে,” পোস্টে লেখেন তিনি।
সাবিকুন নাহার অভিযোগ করেন, তার স্বামী রাত তিনটায় বাসায় ফেরেন, জানিয়ে যান যে তিনি প্রেমিকার সঙ্গে কথা বলছিলেন। “তিনি যা-ই করেন, গোপন রাখেন না। কারণ তিনি নিজেকে সবচেয়ে বড় মনে করেন,” যোগ করেন সারাহ।
[258441]
ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, “এয়ার হোস্টেসদের হয়তো সেলিব্রিটি পছন্দ, আর সেলিব্রিটিরাও হয়তো এয়ার হোস্টেস ডিজার্ভ করে। আপনাদের উস্তাদ আবু ত্বহা মোহাম্মদ আদনান প্রেমে মজেছেন জারিন জেবিন নামের এক এয়ার হোস্টেসের সঙ্গে। ১৫ বছর আগের কলেজজীবনের প্রিয়তমা ছিলেন তিনি।”
সাবিকুন নাহার দাবি করেন, ওই এয়ার হোস্টেসের সঙ্গে ত্বহা নিয়মিত কথা বলেন, দীর্ঘ সময় ধরে চ্যাট করেন এবং সেন্টারে কাজের নামে তাঁর সঙ্গে দেখা করেন।
তিনি আরও অভিযোগ করেন, আবু ত্বহার প্রতিষ্ঠানে নারী-পুরুষ একসঙ্গে ক্লাস নেয়, যেখানে “নারীদের সঙ্গে একান্তে বসা ও আলোচনা করা হয়”।
এর আগে গত ২ অক্টোবর রাতেও স্ত্রী ফেসবুকে একই বিষয়ে পোস্ট দিয়েছিলেন। পরে আবু ত্বহা নিজে এক পোস্টে অভিযোগের ব্যাখ্যা দেন। ওই সময় পোস্টটি সরিয়ে ফেলেন সারাহ এবং ক্ষমাও চান।
তবে আজকের নতুন পোস্টে তিনি ফের পুরোনো বিষয়গুলো সামনে এনেছেন। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এসএইচ