জুলাই নিয়ে কাজ করতে গেলেই বাজেট নিয়ে প্রশ্ন তোলে একটা মহল: আসিফ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০৫:১০ পিএম
ফাইল ছবি

ঢাকা: স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই অভ্যুত্থান স্মরণে কোনো উদ্যোগ নেওয়ার সময় বাজেট নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করা হচ্ছে।

রোববার বিকেলে ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অতীতের ফ্যাসিবাদের সময় ছোট বড় অবকাঠামো নির্মাণে ৩০০ থেকে ৪০০ কোটি টাকা খরচ হলেও কেউ বাজেট নিয়ে প্রশ্ন তোলেনি। এখন শুধুমাত্র জুলাই বিষয়ক কাজে বাজেট নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।

উপদেষ্টা আসিফ উল্লেখ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে শহরে জুলাই বিষয়ক কোনো কাজ বাধাগ্রস্ত করতে এই চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে তিনি আশা প্রকাশ করেন, জুলাইয়ের প্রেরণা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার কাজ অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর নির্মাণ কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ হবে এবং শহীদদের স্মরণে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।

এসএইচ