খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাদ জুমা দেশব্যাপী দোয়া

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০৯:৪৮ এএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দেশের সব মসজিদে আগামী শুক্রবার বাদ জুমা বিশেষ দোয়ার আয়োজন করতে অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কর্মকর্তা ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এই উদ্যোগের ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় দেশবাসীর কাছে তার আশু আরোগ্য কামনায় দোয়া করার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি দেশের মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়েও সংশ্লিষ্ট ধর্মীয় রীতিতে প্রার্থনার আয়োজন করতে ধর্মীয় নেতাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সরকারি বিবৃতিতে আরও বলা হয়, “দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দোয়া ও প্রার্থনায় অংশ নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।”

এর একদিন আগে, বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান।

বহু বছর ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন খালেদা জিয়া। কারাবাস, সাজা স্থগিত, বিদেশে চিকিৎসার অনুমতি না পাওয়া, লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফেরা—সব মিলিয়ে তার শারীরিক অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। সর্বশেষ ২৩ নভেম্বর তাকে আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি এখনো সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন বলে জানিয়ে আসছেন বিএনপির শীর্ষ নেতারা।

এম