শাহজালালে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও বিমান বাহিনী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০২:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। তবে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার পর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো ভিলেজের পাশে একটি অংশে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী ও বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা ঘটনাস্থলে সমন্বিতভাবে কাজ করছেন।

তিনি আরও বলেন, আগুনে তেমন কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

এসএইচ