মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসকনবিরোধী সমাবেশ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০৮:২৫ এএম

দেশজুড়ে ইসকন সদস্যদের বিরুদ্ধে সহিংসতা, হত্যার হুমকি ও দেশবিরোধী কার্যক্রমের অভিযোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনায় সংগঠনটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবিতে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হল এলাকা থেকে শুরু হয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভকারীরা এ সময় বিভিন্ন স্লোগান দেন— “ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী”, “একটা একটা ইসকন ধর, ধরে ধরে জেলে ভর”, “আমার সোনার বাংলায়, ইসকনের ঠাঁই নাই।”

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহতাপ ইসলাম বলেন, “খতিব মহিবুল্লাহকে পঞ্চগড়ে অপহরণ ও নির্যাতনের ঘটনায় বাংলাদেশের ছাত্রসমাজ ক্ষুব্ধ। ১৭ বছর ধরে ভারতীয় প্রভাবের মাধ্যমে যে স্বৈরাচারী অপশক্তি দেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে, আমরা আগস্ট বিপ্লবের মাধ্যমে তা ব্যর্থ করেছি। এখন ইসকনকে ব্যবহার করে আবারও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, “চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলী হত্যাসহ একাধিক ঘটনায় ইসকন সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হবে না—স্বৈরাচারের মতো ইসকনকেও আমরা এই দেশ থেকে বিদায় জানাব।”

আরেক শিক্ষার্থী সাদমান আব্দুল বলেন, “ইসকন শুরু থেকেই উগ্র ও বিভাজনমূলক কার্যক্রমে জড়িত। তারা বিদেশি স্বার্থে বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। গাজীপুরে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও খতিব অপহরণের ঘটনাসহ তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে।”

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশের মাটিতে কোনো জঙ্গিবাদী বা ইসলামবিরোধী সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না। সরকারকে অবিলম্বে ইসকন নিষিদ্ধ ঘোষণা করতে হবে।”

শিক্ষার্থীরা দাবি করেন, সাম্প্রতিক সহিংস ঘটনার তদন্ত স্বচ্ছভাবে সম্পন্ন না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেবেন।

এম