চাঁদপুরে মা ইলিশ রক্ষার সরকারি নিষেধাজ্ঞার সময় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ নরম ও পচা ইলিশ বাজারে ওঠেছে। গত তিন দিন ধরে বড় স্টেশন মাছ বাজারে এই অবস্থা বিরাজ করছে। পচা মাছের দুর্গন্ধ ছড়াচ্ছে, যা ক্রেতাদের অসন্তোষের কারণ হচ্ছে এবং ইলিশের ব্র্যান্ডিং ক্ষতিগ্রস্ত করছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, অভিযান চলাকালীন চুরি করে ধরা এসব মাছ ঘাটে নিয়ে আসা হয় এবং নানা ধরনের সংরক্ষণ পদ্ধতিতে বিক্রি করা হয়। এছাড়া, কিছু অসাধু ব্যবসায়ী ছবি তুলতে বাধা দিচ্ছেন।
জেলা ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান মঙ্গলবার দুপুরে বড় স্টেশন মাছ ঘাটে অভিযান চালিয়ে পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেন। এসময় নোনা ইলিশ তৈরিকারী ব্যবসায়ীদের কাছ থেকে প্রমাণ পাওয়া যায় যে, কিছু ইলিশ খাওয়ার অযোগ্য অবস্থায় ছিল। কিছু মাছ নদীতে ফেলে দেওয়া হয়েছে এবং ব্যবসায়ীরা ভবিষ্যতে এ ধরনের মাছ বিক্রি না করার অঙ্গীকার করেছেন।
আড়তদার বাবুল জমাদার জানিয়েছেন, কিছু ইলিশ গরম পানিতে ধুয়ে নোনা ইলিশ হিসেবে বিক্রি করা হয়। পচা ইলিশ ফেলে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে তা বিক্রি করা হবে না।
জেলা মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক বলেন, পরিবহনের সময় কিছু মাছ নরম হয়ে যায়, তবে বাজারে তাজা ইলিশই বেশি পাওয়া যায়।
চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এ ধরনের অভিযোগ শুনেছেন এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এসএইচ