সাংবাদিক শামছুল ইসলামের বিরুদ্ধে জিডি, প্রতিবাদে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০৭:১৯ পিএম
ছবি: সোনালীনিউজ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য ও নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার শামছুল ইসলামের বিরুদ্ধে নেত্রকোনার সাবেক ডিসি (বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব) বনানী বিশ্বাসের করা জিডি (সাধারণ ডায়েরি) প্রতিবাদে ৪৮ ঘণ্টার মধ্যে জিডি প্রত্যাহার ও বনানীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সাংবাদিক নেতারা।

রোববার দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে নিপীড়ন বিরোধী সাংবাদিক জোটের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে এই দাবি জানানো হয়। সমাবেশে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব অ্যালামনাই অ্যাসোসিয়েশন, নাটোর জেলা সংবাদিক সমিতি প্রভৃতি সংগঠন অংশ নেয়।

সভায় বক্তারা বলেন, বনানী বিশ্বাসের বিরুদ্ধে শামছুল ইসলামের প্রকাশিত সংবাদে প্রাথমিক সত্যতা পাওয়া গেলে তাকে নেত্রকোনার ডিসি পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসনে পদায়ন করা হয়েছিল। পরে বনানী বিশ্বাস সাংবাদিককে হয়রানির উদ্দেশ্যে এই জিডি করেছেন। জিডিতে অভিযোগ করা বিষয়গুলো সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

সাংবাদিক নেতারা আরও বলেন, বনানী বিশ্বাসের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর যদি তিনি অসন্তুষ্ট থাকেন, তিনি নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট পত্রিকায় প্রতিবাদলিপি ও প্রেস কাউন্সিলে অভিযোগ করতে পারতেন। কিন্তু তিনি উল্টো পথে গেছেন। ৪৮ ঘণ্টার মধ্যে জিডি প্রত্যাহার এবং বনানীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

২০১৫ সালের ৩০ জুলাই বনানী বিশ্বাসের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে উল্লিখিত দুর্নীতি প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হলে ২৫ আগস্ট তাকে ডিসি পদ থেকে প্রত্যাহার করা হয়। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে।

এসএইচ