ভারতে হামলার ছক নিয়ে যে ব্যাখ্যা দিল বাংলাদেশ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৮:১২ পিএম
ফাইল ছবি

ভারতের বিভিন্ন গণমাধ্যমের দাবি অনুযায়ী, পাকিস্তানের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদ ভারতে হামলার ছক পরিকল্পনায় বাংলাদেশের মাটি ব্যবহার করেছেন। এই দাবি অবাস্তব ও বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘যা-ই কিছু ঘটুক না কেন, মিডিয়া আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করবে। কিন্তু এটার কোনও কারণ নেই এবং কোনো সেন্সিবল ব্যক্তি এটি বিশ্বাস করবে না।’’

জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের বিষয়ে ব্রিটিশ আইনজীবীর চিঠি প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, জাতিসংঘ এ বিষয়ে কিছু জানায়নি।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, চীন থেকে সমরাস্ত্র কেনার ফলে যুক্তরাষ্ট্রের স্যাংশনের ঝুঁকি সম্পর্কে প্রশ্নের জবাবে, ‘‘আমরা কোনও দিকে ঝুঁকে পড়ছি না। সবার সঙ্গে ভারসাম্য রেখে সম্পর্ক রেখেছি এবং রাখবো। আমি মনে করি না যে আমাদের কোনও রকম স্যাংশন আসবে।’’

প্রসঙ্গত, সোমবার (১০ নভেম্বর) দিল্লির লাল কেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণে অন্তত আটজনের মৃত্যু এবং আরও অনেক আহত হয়েছে। এই ঘটনার পর ভারতে সতর্কতা জারি করা হয়েছে।

এসএইচ