প্রধান উপদেষ্টার ভাষণে আজ জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত আসতে পারে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০৭:০৫ এএম

রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সমন্বিত প্রস্তাব না আসায় এবার সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে। বৈঠকের এক নম্বর আলোচ্য বিষয় হিসেবে ‘জুলাই সনদ বাস্তবায়ন’ অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৈঠক শেষে দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার ভাষণে সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার, গণভোট আয়োজন, রাজনৈতিক অস্থিরতা এবং আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি–সংক্রান্ত দিকনির্দেশনা থাকতে পারে বলে সরকারি সূত্র জানিয়েছে।

সরকারের একাধিক সূত্রের তথ্যমতে, আগামী ১৫ নভেম্বরের মধ্যে ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ–২০২৫’ জারি এবং গণভোটের জন্য অধ্যাদেশ প্রকাশের পরিকল্পনা রয়েছে। সম্ভাবনা রয়েছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে।

তবে সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এখনো ঐকমত্যে পৌঁছায়নি বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিএনপি নির্বাচন ও গণভোট এক দিনে আয়োজনের পক্ষে থাকলেও, জামায়াত ও এনসিপি সংসদের উচ্চকক্ষ গঠনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি যুক্ত করার দাবি জানিয়ে আসছে। সরকার সূত্র বলছে, উভয় পক্ষের দাবির ভারসাম্য রক্ষায় “সমন্বিত সমাধান” খোঁজা হচ্ছে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ একাধিক উপদেষ্টা গতকাল সচিবালয়ে বৈঠক করে সনদ বাস্তবায়নের পদ্ধতি চূড়ান্ত করার প্রস্তুতি নিয়েছেন।

জাতীয় ঐকমত্য কমিশনের সূত্র অনুযায়ী, ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’-এ মোট ৮৪টি সংস্কার প্রস্তাব রয়েছে, যার মধ্যে ৪৮টি সংবিধানসংক্রান্ত। এদের মধ্যে ৩০টি প্রস্তাব নিয়ে দলগুলোর মধ্যে আংশিক ঐকমত্য থাকলেও, বাকি প্রস্তাবগুলোতে স্পষ্ট মতবিরোধ রয়েছে। গণভোটে এসব প্রস্তাব চারটি প্রশ্নে ভাগ করে উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

এম