কয়েকদিন বায়ুমান কিছুটা উন্নতির দিকে থাকলেও আবারও উদ্বেগজনকভাবে দূষণ বেড়েছে রাজধানী ঢাকায়। শুষ্ক মৌসুম শুরু হওয়া, বৃষ্টির অভাব, অতিরিক্ত যানবাহনের ধোঁয়া, কারখানার বর্জ্য এবং ইটভাটার নির্গমনে শহরের বায়ুদূষণ দ্রুত বাড়তে শুরু করেছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত সূচকে দেখা যায়— ২৩১ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। এই স্কোরকে “খুব অস্বাস্থ্যকর” শ্রেণিতে ফেলা হয়।
একই সময়ে সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, যার একিউআই স্কোর ২৭৬। দ্বিতীয় স্থানে রয়েছে ইরাকের বাগদাদ (২৬১), তৃতীয় স্থানে বাংলাদেশ রাজধানী ঢাকা (২৩১), চতুর্থ স্থানে ভারতের কলকাতা (২২১) এবং পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।
এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
এম