ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-২০২৪-এ আহত জুলাই যোদ্ধাদের জন্য মিরপুরে ১৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের প্রকল্প পাস করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
সোমবার (১ ডিসেম্বর) একনেকের সভায় এ সংক্রান্ত প্রকল্প অনুমোদিত হয়।
প্রকল্পের জন্য মোট খরচ ধরা হয়েছে ১ হাজার ৩৪৪ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ শুরু হবে ২০২৫ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এই প্রকল্প বাস্তবায়ন করবে।
একইসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-২৪-এ শহীদ পরিবারের জন্য আলাদা প্রকল্পের আওতায় ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট নির্মাণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এতে খরচ হবে ৭৬১ কোটি টাকা এবং প্রকল্পটি ২০২৮ সালে শেষ হবে।
আজকের একনেক সভায় মোট ১৭টি প্রকল্প অনুমোদিত হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৯ হাজার ৪৫১ কোটি টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৬১০ কোটি টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭৯ কোটি টাকা। প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভার সভাপতিত্ব করেন।
পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ১৩টি এবং সংশোধিত প্রকল্প ৫টি। এছাড়া অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে চট্টগ্রাম কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন, মানসম্পন্ন বীজ আলু উৎপাদন ও বিতরণ, ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট (লাইন-৬) এবং বিভিন্ন শিক্ষামূলক ও স্বাস্থ্যসেবামূলক উন্নয়ন প্রকল্প।
একনেকের এই সিদ্ধান্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত যোদ্ধাদের জন্য স্থায়ী আবাসন নিশ্চিত হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি আগামী দিনে সামাজিক স্থিতিশীলতা ও আহত শিক্ষার্থীদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসএইচ