ডিসেম্বরেই টানা তিন দিনের ছুটি চাকরিজীবীদের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০২:৩৬ পিএম
ফাইল ছবি

ডিসেম্বরের শেষভাগে সরকারি চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে টানা তিন দিনের আরামদায়ক ছুটি। বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সাধারণ ছুটি রয়েছে। এর পরদিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মিলবে তিন দিনের টানা বিশ্রাম।

এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে থাকছে আরেকটি সরকারি ছুটি। চলতি মাসে এ দুটি সাধারণ ছুটিই চাকরিজীবীদের জন্য বছরের শেষ দিকটাকে কিছুটা স্বস্তির করে তুলেছে।

চলতি বছর প্রায় শেষের পথে। ইতিমধ্যে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাও অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। গত ৬ অক্টোবর বিকালে এই অনুমোদন দেওয়া হয়। নতুন বছরে মোট ২৮ দিনের ছুটি থাকলেও এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারের সঙ্গে মিলে যাবে। ফলে কার্যত মূল ছুটি থাকবে ১৯ দিন।

বছরের শেষভাগে টানা ছুটি আর নতুন বছরের নির্ধারিত ছুটির তালিকা—দুই মিলেই সরকারি চাকরিজীবীদের মধ্যে ছুটির আনন্দ আগেভাগেই পৌঁছে গেছে।

এসএইচ