ঢাকা: পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এরমধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ পাচ্ছে নতুন কমিশনার। সোমবার (৮ ডিসেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১।
প্রজ্ঞাপনের তথ্যমতে, খুলনার কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। তিনি ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারের স্থলাভিষিক্ত হবেন। এ ছাড়া অন্য আদেশে ঊর্ধ্বতন আরও ২০ কর্মকর্তাকে বদলির তথ্য জানানো হয়েছে।
বদলি হওয়াদের মধ্যে দুজন ডিআইজি, তিনজন অতিরিক্ত ডিআইজি, পাঁচজন পুলিশ সুপার এবং ১২ জন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
বদলি হওয়া কর্মকর্তাদের তালিকা নিচে দেওয়া হলো:
পিএস