পোস্টাল ভোটে আগ্রহ বাড়ছে, নিবন্ধন ছাড়িয়েছে ৪ লাখ ৫৭ হাজার

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ১০:৫৫ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে আগ্রহী ভোটারদের নিবন্ধন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, “পোস্টাল ভোট বিডি” অ্যাপে নিবন্ধনকারী ভোটারের সংখ্যা ৪ লাখ ৫৭ হাজার ছাড়িয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ইসির ওয়েব সাইট (https://portal.ocv.gov.bd/report/by-country) থেকে বিষয়টি জানা গেছে।

ইসি জানায়, গত ১৯ নভেম্বর থেকে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিনই নতুন করে বিপুলসংখ্যক ভোটার এই অ্যাপে যুক্ত হচ্ছেন।

নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের জন্য। এর মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হলো—দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রাজিল, মিশর, লিবিয়া, মরিশাস, হংকং, নাইজেরিয়া, কেনিয়া, তানজানিয়া, ঘানা, মরক্কো, আর্জেন্টিনা, চিলি, তাইওয়ানসহ বাংলাদেশে অবস্থানরত ভোটাররাও এই ব্যবস্থার আওতায় নিবন্ধন করছেন।

বুধবার সকাল সোয়া ১০টা পর্যন্ত মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫৭ হাজার ৬৬ জনে, যা প্রতি মুহূর্তে বাড়ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ইসি সূত্র জানায়, নিবন্ধন সম্পন্ন হলে ভোটারদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটাররা ব্যালটে ভোট প্রদান করে নির্ধারিত ফিরতি খামের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে তা পাঠাবেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।