ঢাকা: দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, নির্বাচনে বিএনপি বড় ব্যবধানে ভোট পেয়ে জয়ী হবে।
রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই বক্তব্য রাখেন।
মতিউর রহমান বলেন, ‘এখন পর্যন্ত বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল, এটি স্বীকৃত। আমাদের জরিপ অনুযায়ী, বিএনপি বড় দল হিসেবে হয়েছে। নির্বাচনে তারা অনেক বেশি ভোট পেয়ে জয়ী হবেন। আমরা এটা বিশ্বাস করতে চাই।’
সভায় তিনি সাংবাদিকদেরও অনুরোধ করেন, ভবিষ্যৎ ক্ষমতাসীন দল হিসেবে বিএনপির সঙ্গে নেতিবাচক মনোভাব না রাখার এবং বিনয়পূর্ণ আচরণ প্রদর্শনের।
গণমাধ্যমের ওপর সাম্প্রতিক হামলার প্রসঙ্গে মতিউর রহমান বলেন, দল-মত নির্বিশেষে যে সংহতি দেখা গেছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি অতীতের ফ্যাসিবাদী শাসনামল উল্লেখ করে বলেন, ‘সেই সময়ে সংবাদমাধ্যমকে চরম চাপের মধ্যে রাখা হয়েছিল-মিথ্যা মামলা, সাংবাদিকদের কারাবরণ, মালিকানা ও সম্পাদক পরিবর্তনের মাধ্যমে স্বাধীনতা বাধাগ্রস্ত হয়েছে। তুলনামূলকভাবে বিএনপির শাসনামল গণমাধ্যমের জন্য স্বস্তিদায়ক ছিল।’
তিনি আরও বলেন, দেশের বড় রাজনৈতিক দল হিসেবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব বিএনপির ওপরও রয়েছে।
মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সভায় দেশের প্রায় সব শীর্ষ গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন।
সভায় মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম এবং যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ বক্তব্য রাখেন।
এসএইচ