ঢাকা: বিমানের ম্যানচেস্টার ফ্লাইট পুনরায় চালুর দাবি জানিয়েছের যুক্তরাজ্য প্রবাসীরা। প্রবাসীদের এই দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক ড. খলিলুর রহমানের কাছে তুলে ধরেছেন বিএনপি যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য হুমায়ুন কবির। দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন ড. খলিলুর রহমান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপি’র যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের নেতৃত্বে যুক্তরাজ্য বিএনপির একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, সাবেক সহ-সভাপতি এম এ সাত্তার, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী, সাবেক দপ্তর সম্পাদক ড. মুজিবুর রহমান, সাবেক সহ-সাধারণ সম্পাদক টিপু আহমেদ, যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সহ সভাপতি শামীম চৌধুরী এবং ফরেন এফেয়ার্স সাব কমিটির সদস্য জাহরাত আদিব চৌধুরী।
বৈঠকে প্রবাসী বাংলাদেশীদের প্রাণের দাবি বিমানের ‘ম্যানচেস্টার-সিলেট-ঢাকা’ ফ্লাইট পুনরায় চালু করার জন্য উপদেষ্টার কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়। প্রবাসীদের এই যৌক্তিক দাবি বাস্তবায়নে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে উপদেষ্টাকে বিশেষ উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
পিএস