বাংলাদেশে আশ্রয় নিয়েছে ২১ হাজার রোহিঙ্গা

  • ডেস্ক রিপোর্ট | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০১৬, ১১:১৪ এএম

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলছে সেনা অভিযান। জাতিগত দাঙ্গা রূপ নিয়েছে এখন গণহত্যায়। আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দেয়া হচ্ছে রোহিঙ্গাদের ঘরবাড়ি, ফসলের খেত, এমনকি জীবন্ত মানুষও।

এ অবস্থায় বাংলাদেশে বেড়ে গেছে আশঙ্কাজনক হারে রোহিঙ্গা অনুপ্রবেশ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

সংস্থাটি বলছে, এ পর্যন্ত ২১ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর মধ্যে চলতি সপ্তাহেই প্রবেশ করেছে দশ হাজার রোহিঙ্গা। কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় তারা অবস্থান করছে বলে জানিয়েছে সংস্থাটি। আশ্রিতদের মানবিক সেবা দিচ্ছে আইওএম।

৯ অক্টোবর একটি পুলিশ ফাঁড়িতে হামলার জেরে রাখাইন রাজ্যে অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলো বলছে, মিয়ানমারের অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছে ৪২৮ জন। ধর্ষিত হয়েছে দুইশো'র বেশি নারী। গৃহহীন হয়েছে কমপক্ষে ৩৫ হাজার মানুষ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ