কারাগারেও অন্যদের উদ্বুদ্ধ করছে জঙ্গিরা: আইজিপি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৭, ২০১৭, ০৬:৫২ পিএম

ঢাকা: জঙ্গিরা কারাগারে গিয়ে অন্যদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করছে জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক বলেছেন, বর্তমানে জঙ্গিরা কারাগারে গিয়ে অন্যদেরও জঙ্গিবাদে উদ্বুদ্ধ করছে। এছাড়া তারা সেখানে গিয়ে বাইরের সঙ্গেও যোগাযোগ রাখছে।

শনিবার (৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠান এসব কথা বলেন শহীদুল হক। অপরাধবিজ্ঞান বিভাগ আয়োজিত ‘টেররিজম ইন দ্য ওয়েভ অব ইসলামিক স্টেট’ শীর্ষক দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।

জঙ্গিদের টাকার উৎস ডাকাতি, লুটপাট ও হুন্ডির মাদ্যমে আসে উল্লেখ করে আইজিপি বলেন- জঙ্গিদের টাকা দেশে ডাকাতি, লুটপাট থেকে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে হুন্ডির মাধ্যমে এসেছে।

শহীদুল হক বলেন, গুলশান হলি আর্টিজানে হামলার পর পুলিশ ছয়টি সফল অভিযান পরিচালনা করেছে। প্রতিটি অভিযানেই পুলিশ জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলেছিল। কিন্তু জঙ্গিরা আত্মসমর্পণ করেনি। তারা পুলিশের ওপর হামলা করেছে। পুলিশও তখন পাল্টা আক্রমণ করেছে। যারা এসব অভিযানে নিহত হয়েছে, তারা ‘সুইসাইড স্কোয়াড’-এর ছিল।


সোনালীনিউজ/ঢাকা/আকন