শুল্ক ফাঁকি দিয়ে বিশ্বব্যাংক কার্যালয়ে ১৬ গাড়ি!

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০১৭, ১২:৩১ পিএম

ঢাকা: শুল্ক ফাঁকি দিয়ে বিশ্বব্যাংক কার্যালয়ে ১৬টি গাড়ি ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ আনা হয়েছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের পক্ষ থেকে। এ প্রেক্ষিতে ওই কার্যালয়ের ১৬টি গাড়িসহ পাস বই তলব করা হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি জানিয়েছেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল ইসলাম খান।

মইনুল জানান, শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে ১৬টি গাড়ি, কাগজপত্র ও পাস বই তলব করা হয়েছে। তিনি জানান, বিশ্বব্যাংকের অধীনে কোরীয় নাগরিকসহ বিভিন্ন দেশের লোকজন বাংলাদেশে কাজ করেছেন। তারা শুল্কমুক্ত গাড়ি ব্যবহারের সুবিধা নিয়েছিলেন। বিপরীতে তাঁদের কাগজপত্র, পাস বই দেওয়া হয়েছিল। কিন্তু কাজ শেষে বাংলাদেশ ছেড়ে যাওয়ার সময় তারা কাগজপত্র, গাড়ি ও পাস বই হস্তান্তর করেননি। তাই বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরকে অনুরোধ করা হয়েছে, গাড়িগুলোসহ কাগজপত্র হস্তান্তরের জন্য। এ বিষয়ে তদন্তে সর্বাত্মক সহযোগিতা করতেও কান্ট্রি ডিরেক্টরকে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ