জঙ্গি অভিযানে প্রয়োজনে সেনা সহায়তা: স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৯, ২০১৭, ০৩:২২ পিএম

ঢাকা: জনগণের যানমালের নিরাপত্তা সরকার দিতে পারবে বলে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল বলেছেন, মৌলভীবাজারের দুই জঙ্গি আস্তানায় অভিযান চালাতে প্রয়োজনে সেনাবাহিনীকে নামানো হবে।

বুধবার (২৯ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিত আমাদের নিয়ন্ত্রণে আছে। ১৬ কোটি মানুষের মধ্যে যদি ৫০ জন জঙ্গি থাকে তা নিয়ন্ত্রণ করা সক্ষমতা সরকারের আছে। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। জনগণের যানমালের নিরাপত্তা সরকার দিতে পারবে- এটুকু আস্থা আপনারা রাখতেই পারেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মৌলভীবাজারের যে জায়গা দুটি ঘিরে রাখা হয়েছে সেখান নারী জঙ্গি আছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে সেখান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা রয়েছে। ঢাকা থেকে সোয়াট ও বম্ব ডিসপোজাল ইউনিট মৌলভীবাজারের উদ্দেশে রওনা দিয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার রাত থেকেই মৌলভীবাজারের দুটি বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দুটির বাড়ির একটি হচ্ছে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় অবস্থিত। অপর বাড়িটির অবস্থান সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার নাসিরপুর গ্রামে।


সোনালীনিউজ/ঢাকা/আকন