পাহাড়ি তিন জেলায় ভূমিধসে নিহত ১৮

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৩, ২০১৭, ১০:৫৪ এএম

চট্টগ্রাম: টানা বর্ষণে রাঙ্গামাটি, বান্দরবান ও চট্টগ্রাম পাহাড়ী তিন জেলায় ভূমিধসে আঠারো জনের প্রাণহানি হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। রাঙ্গামাটি সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার মঙ্গলবার সকালে জানান, সোমবার রাতে রাঙ্গামাটি শহরের আশপাশ এলাকায় পাহাড় ধ্বসের ঘটনায় এখন পর্যন্ত ৮জনের মৃত্যুর সংবাদ জানা গেছে। 

তারা হলেন, রুমা আক্তার, নুরি আক্তার, জোহরা বেগম, সোনালি চাকমা, অমিত চাকমা, আয়ুস মল্লিক, লিটন মল্লিক, চুমকি দাস। এদের মধ্যে মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। ধসে পড়া মাটির নিচে এখনও অনেকে চাপা পড়ে আছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বলেও জানান সিভিল সার্জন।

এদিকে, বান্দরবানে পাহাড় ধ্বসে তিন শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।  গত রাত ৩টার দিকে প্রবল বর্ষণের সময় কালাঘাটার কবরস্থানের পাশে, জেলেপাড়া ও  লেমুঝিরি আগাপাড়া এলাকায় পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটে। নিহত ছয়জনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন- রেবা ত্রিপুরা (১৮) নামের এক শিক্ষার্থীসহ শুভ বড়ুয়া (৮), মিঠু বড়ুয়া (৬), লতা বড়ুয়া (৫)। এখানেও মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন কর্তৃপক্ষ।

সোমবার রাতে চট্টগ্রামের পাহাড়তলী এলাকাগুলোতে ভূমিধ্বসে আন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকেই। তবে নিহত ও আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবান প্রতিনিধিদের পাঠানো তথ্য।

সোনালীনিউজ/ঢাকা/এআই