শ্রমের জন্য সবচেয়ে খারাপ দেশের তালিকায় বাংলাদেশ

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২২, ২০১৭, ০২:২২ পিএম

ঢাকা: বিশ্বের শ্রমিকদের নিয়ে কাজ করা ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন (আইটিইউসি) শ্রমিকদের কর্মক্ষেত্র নিয়ে বার্ষিক জরিপ প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, কর্মীবান্ধব নয় এমন শীর্ষ ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯ম।

ওই জরিপে বলা হয়, আগের বছরের মতোই বাংলাদেশের কর্মক্ষেত্রের পরিবেশ এখনও কর্মীবান্ধব নয়। গত বছর আশুলিয়ায় গার্মেন্টকর্মীদের অধিকার আদায়ের আন্দোলনে বিষয়টি প্রতিবেদনে উঠে আসে। সেসময় অন্তত ৩৫জন শ্রমিক ইউনিয়ন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিলো। অভিযোগ গঠন হয়েছিলো প্রায় এক হাজার কর্মীর বিরুদ্ধে।

এই তালিকার শীর্ষস্থানে রয়েছে কাতার। এরপরই যথাক্রমে সংযুক্ত আরব আমিরাত, মিশর ও ফিলিপাইন। শীর্ষ দশে বাংলাদেশের পরে রয়েছে শুধু গুয়াতেমালা। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই কর্মীদের অবস্থা সবচেয়ে বেশি খারাপ।

সোনালীনিউজ/ঢাকা/এআই