গাজীপুরে দেড় লাখ টাকার ইয়াবা উদ্ধার

  • গাজীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৩, ২০১৭, ০৮:১২ পিএম

ঢাকা: গাজীপুরে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১ সদস্যরা। বুধবার (১২ জুলাই) সন্ধ্যায় সিটি করপোরেশনের ঝাজড় মোগড়খাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম সড়ক থেকে তাদের আটক করা হয়। 

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে গাজীপুর র‌্যাব-১-এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ মহিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

আটককৃতরা হলেন- টাঙ্গাইলের সদর থানার তজিম উদ্দিন (৪৫) এবং রাজশাহীর বুড়জান আলীর ছেলে সুজন আলী (৩২)। তারা দুইজন একই মালিকের ট্রাক চালক।

মোহাম্মদ মহিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কক্সবাজার থেকে লবণবোঝাই ট্রাকে ইয়াবা ট্যাবলেট রাজশাহীর উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে। পরে র‌্যাব-১ এর সদস্যরা গাজীপুর সিটি করপোরেশনের ঝাজড় মোগরখাল এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে। 

এসময় ওই ট্রাক চালকের সিটের নিচ থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ওই ট্রাক চালক তজিম উদ্দিন ও সঙ্গীয় সুজন আলীকে আটক করা হয়।

পরে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রির নগদ ১৫ হাজার ৩ শ টাকা এবং ৩ টি মোবাইল সেট জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানায় র‌্যাব।

সোনালীনিউজ/ঢাকা/জেএ