রোহিঙ্গা ইস্যু: সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ-ইন্দোনেশিয়া

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০১৭, ০৬:০৯ পিএম

ঢাকা: মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের উপর চলছে নারকীয় হত্যাকাণ্ড ও পাশবিক নির্যাতন। মৃত্যু যন্তণার হাত থেকে বাঁচতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ছুটে আসছে হাজার হাজার রোহিঙ্গা মুসিলিম। বাদ যাচ্ছেন না আরাকানে অবস্থিত হিন্দু সম্প্রদায়ের লোকজনও। 

মঙ্গলবার(৫ সেপ্টেম্বর) এক দিনের ঢাকা সফরে এসেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি। মঙ্গলবারই পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেছেন তিনি।

এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালায়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া যৌথ সংবাদ সম্মেলন করবে। মঙ্গলবার রাত ৮ টার দিকে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে রাজধানীর হোটেল সোনারওগাঁতে।

সোনালীনিউজ//ঢাকা/তালেব/জেএ