রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠিয়েছে মরক্কো

  • চট্টগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০১৭, ০২:৩০ পিএম
মরক্কোর বিমানবন্দরে ত্রাণ বোঝাইয়ের সময়কার ছবি

চট্টগ্রাম: মিয়ানমার সরকারের দমন-পিড়নর থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠিয়েছে উত্তর-পশ্চিম আফ্রিকার মুসলিম প্রধান দেশ মরক্কো। এর আগে রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠিয়েছিল মালয়েশিয়া। মরক্কোর পক্ষ থেকে পাঠানো ১৪টন ত্রাণ এরইমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে। 

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ত্রাণবাহী মরক্কো এয়ারের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান।

এর আগে মরক্কোর স্থানীয় সময় সোমবার বাংলাদেশের উদ্দেশে রওয়ান হয় ওই ত্রাণবাহী উড়োজাহাজ। দেশটি থেকে পাঠানো ১৪ টন ত্রাণের মধ্যে ৭০ পিস তাঁবু, ১০০০ পিস কম্বল, ৫০০ বক্স ওষুধ, ২ টন গুঁড়ো দুধ, মেট্রেস এক টন এবং ৪ টন চাল রয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশে আমি শাহ আমানত বিমানবন্দরে উপস্থিত থেকে ত্রাণগুলো বুঝে নিয়েছি। মরক্কোর রাষ্ট্রদূত মোহাম্মদ মজিদ হালিমি আমার কাছে ত্রাণগুলো বুঝিয়ে দিয়েছেন।

সোনালীনিউজ/ঢাকা/এআই