রোহিঙ্গা ইস্যুতে আলোচনায় মিয়ানমার যাচ্ছেন স্বারষ্ট্রমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১২, ২০১৭, ০৬:৫৫ পিএম

ঢাকা: আগামী ২৩ অক্টোবর দুই দিনের সফরে মিয়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করতে মিয়ানমার সফরে যাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার(১২ অক্টোবর) স্বারষ্ট্রমন্ত্রণালয় থেকে এ বিষয়ে জানা গিয়েছে।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর ঢাকা সফর করেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও  অং সান সু চি’র দফতরের মন্ত্রী কিও তিন্ত সোয়ে। সে সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় তার। ওই বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাংবাদিকদের জানিয়েছিলেন, মিয়ানমারের পক্ষ থেকে রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেয়ার প্রস্তাব দেয়া হয়েছে। সীমান্ত ইস্যুসহ কয়েকটি বিষয়ে আলোচনা করতে মিয়ানমারে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যাওয়ার বিষয়ে প্রস্তাব করা হলে মিয়ানমার তাতে রাজি হয়েছিল। আমরা সম্ভ্যাব্য তারিখ দিয়েছি আগামী ২০-৩০ অক্টোবরের মধ্যে।

সোমবার(৯ অক্টোবর) বাংলাদেশে থাকা ২৮টি দেশের রাষ্ট্রদূতদের এক ব্রিফিং শেষে বিকেলে সাংবাদিকদের মাহমুদ আলী বলেছিলেন, মিয়ানমার এ বিষয়ে এখনো কোনো উত্তর দেয়নি।

তার দুই দিন পরেই বৃহস্পতিবার এ কথা জানা গিয়েছে।

সোনালীনিউজ/আতা