বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হরতালের ডাক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৩, ২০১৭, ০৬:১৭ পিএম

ঢাকা: বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আগামী ৩০ নভেম্বর(বৃহস্পতিবার) সারাদেশে আধাবেলা হরতাল ডেকেছে বাম দলগুলো। বৃহস্পতিবার(২৩ নভেম্বর) বিইআরসির ঘোষণার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি দেয় সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা।

এর আগে বুধবার(২২ নভেম্বর) এক সমাবেশ থেকে বাম দলগুলো হুমকি দিয়েছিল, বিদ্যুতের দাম বাড়ানো হলে হরতাল দেয়া হবে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত জানায়, যা আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে।

২০০৮ সালে ক্ষমতায় যাওয়ার পর গত আট বছরে এনিয়ে আট বার বিদ্যুতের দাম বাড়ানো হল। গণশুনানির পর বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে আগের দিন জেলায় জেলায় সমাবেশ করেছিল বাম দলগুলো।  

জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচিতে সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম বলেছিলেন, গণশুনানির নামে প্রহসন হয়েছে। বিদ্যুতের দাম যদি আবার বাড়ানোর ঘোষণা দেওয়া হয়, তাহলে হরতাল ছাড়া আমাদের বিকল্প কিছু করার থাকবে না।

সোনালীনিউজ/আতা