মানুষের মুক্তির জন্য ছয় দফা দিয়েছেন জাতির জনক

  • জ্যেষ্ঠ প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৫, ২০১৭, ০৪:০২ পিএম

ঢাকা: বাংলার মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির জন্য ছয় দফা দাবি উত্থাপন করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামান। এজন্য তিনি সমগ্র বাংলাদেশ সফর করেছিলেন। জনমত গড়ে তুলেছিলেন। বাঙালী জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন বলে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার(২৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল পৌনে তিনটার দিকে সমাবেশ মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর ভাষণের এ স্বীকৃতি উদযাপনে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় এই সমাবেশের আয়োজন করেছে। সরকারিভাবে পালিত এই সমাবেশে সরকারি কর্মকর্তারা অংশ নিয়েছেন। এজন্য মন্ত্রিপরিষদের পক্ষ থেকে সব সরকারি অফিসে চিঠি দিয়ে সমাবেশে উপস্থিত থাকতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি অর্জন জাতির পিতার নেতৃত্বে হয়েছে। জাতির জনকের ভাষণেই ছিল স্বাধীনতার মূলমন্ত্র। 

বিস্তারিত আসছে....

সোনালীনিউজ/আতা