ঠাকুরগাঁওয়ে সড়কে ঝরলো তিন প্রাণ

  • ঠাকুরগাঁও প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৮, ২০১৭, ০৮:৩৭ পিএম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ১০ জন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলা শিবগঞ্জ বিমানবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- সদর উপজেলার মুন্সিরহাট গ্রামের আব্দুল কাদেরের ছেলে বাস হেলপার বাদশা (৩০) ও দেওগাও গ্রামের বাসিন্দা মলিন (৬০) এবং রানীশংকৈল উপজেলার মাইদুল হকের স্ত্রী জোসনা (২৪)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেল ৪টায় ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলা থেকে ‘মা এন্টারপ্রাইজ’ নামে একটি যাত্রীবাহী বাস ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে আসছিলো। বিকেল সাড়ে ৪ টায় শিবগঞ্জ বিমানবন্দর এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাস হেলপার বাদশা মারা যান।

এছাড়া দুর্ঘটনায় প্রায় ১০ যাত্রী আহত হন। পরে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জোসনা ও মলিন।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. আবু মো. খয়রুল কবির চিকিৎসাধীন রোগীদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

সোনালীনিউজ/এমএইচএম