মারপিটে ক্যাম্পাস ছাড়ল কোটা আন্দোলনকারীরা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৩০, ২০১৮, ১২:২৮ পিএম

ঢাকা: সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের বিরোধীদের মারপিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছেড়েছে কোটা সংস্কার আন্দোলনকারী নেতাকর্মীরা। মারপিটে কয়েকজন আহত হয়েছেন। একজনের মাথা ফেটে গেছে।

শনিবার (৩০ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ সংঘর্ষ হয়।

কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারির দাবিতে আন্দোলনকারীরা সকাল ১১টায় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এসময় আন্দোলনের বিরোধী পক্ষ তাদের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি মারপিট শুরু করে। এতে বেশ কয়েকজন আহত হন। হামলায় ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন সংস্কার আন্দোলনকারী নেতাকর্মীরা।

আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গত এপ্রিলে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে কোটা বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। পরে একপক্ষ প্রধানমন্ত্রীর ঘোষণা মেনে নিলেও অপর পক্ষ তা না মেনে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়ে আসছিল।

তারই ধারাবাহিকতায় আজ সকালে সংবাদ সম্মেলনের ডাক দেয় কোটা সংস্কার আন্দোলনকারীদের একাংশ।


সোনালীনিউজ/ঢাকা/আকন